মানবতার সেবা এবং জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য বটমলী নিবেদিত। এই উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে বিদ্যালয়ের নিবেদিতপ্রাণ কর্ণধার প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ হাজারো শিক্ষার্থীর মনে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৬ খ্রিস্টবর্ষে রাজনৈতিক টানাপোড়নের মধ্যে কোন এক ক্ষণে বিদ্যালয় হিসাবে জন্ম লাভ করেছিল বটমলী হোম স্কুল। প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্ফান শিশুদের যত্ন-ভরণ-পোষণ-এর পাশাপাশি শিক্ষার আলো জ্বালিয়ে দিতে শুরু হয় প্রাথমিক বিদ্যালয়-এর পদযাত্রা। সময়ের পরিক্রমায় প্রয়োজনের তাগিদে প্রাথমিক বিদ্যালয়টি প্রথমে নিম্ন মাধ্যমিক পরে মাধ্যমিক পর্যায়ে উপনীত হয়।

১৯৪৬ থেকে ১৯৬৯ খ্রি: পর্যন্ত মাতৃতূল্য হলিক্রস সিস্টারগণ, ১৯৬৯ থেকে ১৯৭১ খ্রি: পর্যন্ত আর.এন.ডি.এম সিস্টারগণ এবং যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলায়, ১৯৭২ খ্রি: থেকে এসএমআরএ সিস্টারগণ এ বিদ্যালয়ের দায়িত্ব নিয়ে বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয়ে পরিণত করেছেন।

সুদীর্ঘ ৭৫ বছরের বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে এখন জাতি-ধর্ম-বর্ণ নির্বেশেষে হাজারো শিক্ষার্থীরা জ্ঞানের সন্ধানে ছুটে আসছে আর প্রদীপ্ত শিখা হয়ে বিশ্বকে আলোকিত করছে । প্রকৃত জ্ঞান লাভের পাশাপাশি নৈতিকতায়, মানবিক মূল্যবোধে একজন শিক্ষার্থী যেন আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে পারে এবং তাদের জ্ঞানের প্রদীপ্ত শিখায় আলোকিত করতে পারে সমাজ ও দেশকে। এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি অবিরত। সুদীর্ঘ এই পথযাত্রায় বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় উপহার দিয়েছে শত-শহস্ৰ কৃতি ছাত্র/ছাত্রীকে, যারা বাংলার বিভিন্ন প্রান্তে থেকে দেশের ও সমাজের সুনাম বয়ে আনছে।