বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ের উল্লেখযোগ্য অর্জনসমূহের মধ্যে রয়েছে:
  • ১৯৯২ সালে সিস্টার মেরী পেট্রা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পান এবং স্বর্ণপদক লাভ করেন।
  • ১৯৯৩ সালে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ শিরোপা অর্জন করে।
  • ১৯৯৪ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ডলি গ্রেগরী ২য় পুরস্কার অর্জন করে।
  • ১৯৯৬ সালে হোসনে আরা বেগম জাতীয়ভাবে শ্রেষ্ঠ গাইডারের স্বীকৃতি ও সনদ লাভ করেন।
  • ২০১২ সালে নিশাত মজুমদার ২৯ হাজার ২৯ ফুট এভারেস্ট জয় করে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে প্রথম বাঙ্গালী নারীর মর্যাদা অর্জন করেন।
  • ২০১৩ সালে ফারিহা আলম পিউ শেখ রাসেল জাতীয় নজরুল সঙ্গীতে ১ম স্থান অর্জনের গৌরব লাভ করে।
  • ২০১৬ সালে জাতীয় পর্যায়ে হোসনে আরা বেগম ২য় বারের মত শ্রেষ্ঠ গার্লস গাইডার স্বীকৃতি সনদ ও পদক লাভ করায় গৌরবান্বিত বটমলী প্রাঙ্গন।
  • ২০১৭ সালে সাদিয়া আলম পিউ বিভাগীয় পর্যায়ে প্রধান তার্কিক হিসেবে স্বীকৃতি ও সনদ প্রাপ্ত হয়।
  • ২০১৯ সনে চীনের গণিত অলিম্পিয়াডে অঝোরা জয়েস মুন্সী প্রথম হওয়ার গৌরব অর্জন করায় আমরা গর্বিত।
  • একই সনে চীনের আলোহা ১২তম জাতীয় অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতায় ১ম শ্রেণির ছাত্রী মানহা মাহদিয়া প্রথম স্থান লাভ করায় গর্বিত আমরা।
  • দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী জেনিফার মিথিলা হালদার সিঙ্গাপুরে গার্লস গাইডের শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করে।
  • দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী প্রমা পালমা জাতীয় পর্যায়ে গার্লস গাইডের শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করে।
  • নুসরাত জাহান নুহা ২০১৫, ২০১৬, ২০১৭ সনে জাতীয় চিত্রাংকন প্রতিযোগিতায় জাতীয়ভাবে স্বর্ণপদক ও সনদ অর্জন করে বটমলী পরিবারকে গৌরবান্বিত করে।
এছাড়াও, থানা পর্যায়ে ২০১৬ সনে পাস্কালিনা কস্তা, ২০১৭ সনে মেরী লিন্ডা গমেজ মাস্টার এবং ২০১৮ সনে শিউলী ক্লারা রোজারিও শ্রেষ্ঠ শিক্ষিকার স্বীকৃতি লাভ করেন। ২০১৭ সনে সাজেদা বেগম ও ২০১৮ সনে শারমিন আক্তার শ্রেষ্ঠ গাইডার হওয়ার গৌরব অর্জন করেন।

বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় ও থানা পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। এই অর্জনসমূহ বিদ্যালয়ের শিক্ষার মান এবং শিক্ষার্থীদের সাফল্যের প্রমাণ।